ঢাকা সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রচ্ছদ সারাদেশ মোংলায় কয়লাবাহী জাহাজকে গ্যাসবাহী জাহাজের ধাক্কা, জেলে নিখোঁজ

মোংলায় কয়লাবাহী জাহাজকে গ্যাসবাহী জাহাজের ধাক্কা, জেলে নিখোঁজ

বাগেরহাটের মোংলা বন্দরের পশুর নদে গ্যাসবাহী জাহাজের ধাক্কায় একটি কয়লাবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুক্রবার (১ নভেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে। এসময় জাহাজ দুটির পাশে থাকা কাঁকড়া ধরার একটি নৌকার পাঁচ জেলে নদীতে পড়ে যায়। তাদের মধ্যে চারজনকে উদ্ধার করা হলেও আব্দুল হাকিম (১৮) নামে একজন জেলে নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ আব্দুল হাকিমকে উদ্ধারে শনিবার (২ নভেম্বর) সকাল থেকে উদ্ধার অভিযান চালাচ্ছে মোংলা কোস্ট গার্ড।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ জানায়, বন্দরে অবস্থানরত বাংলাদেশী পতাকাবাহী এমভি রয়েল ইমেজ থেকে এমভি মিজান নামে একটি লাইটার জাহাজ ৫০০ মেট্রিকটন কয়লা বোঝাই করে যশোর যাচ্ছিলো। এসময় উল্টো দিক থেকে আসা গ্যাসবাহী জাহাজ এমভি এরা স্টার ধাক্কা দিলে ওই লাইটার জাহাজটি ডুবে যাওয়ার উপক্রম হলে বন্দরের জাহাজ সারথী সেটিকে উদ্ধার করে। তবে এসময় নদীতে কাঁকড়া ধরার নৌকায় থাকা পাঁচজন জেলে ছিটকে পড়ে যায়। চারজন উদ্ধার হলেও আব্দুল হাকিম নামের এক জেলে নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে শনিবার সকাল থেকে দুর্ঘটনাস্থলে পশুর নদের করমজল এলাকায় অভিযান চলছে। তবে দুপুর ২ টা পর্যন্ত তাকে উদ্ধার করা যায়নি।

কোস্ট গার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দপ্তর) পেটি অফিসার (ড্রাইভার ব্রাঞ্চ) মো. জাকির বলেন, দুর্ঘটনাস্থল থেকে নিখোঁজ জেলে আব্দুল হাকিম খুলনা জেলার দাকোপ থানার রুয়ো কাটা গ্রামের বাসিন্দা। উক্ত ঘটনাটি মোংলা বন্দর কর্তৃক কোস্ট গার্ড পশ্চিম জোনকে অবহিত করা হলে কোস্ট গার্ডের দুইটি টহল বোট ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করে। নিখোঁজ জেলে উদ্ধারে কোস্ট গার্ডের দুটি টহল টিমের সার্চ এন্ড রেস্কিউ অভিযান চলমান রয়েছে।

এদিকে গ্যাসের জাহাজের ধাক্কায় ক্ষতিগ্রস্ত লাইটার জাহাজ এমভি মিজানের মালিক সোহাগ মোল্লা বলেন, তাদের ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় মোংলা থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনি।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত