ঢাকা মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রচ্ছদ সর্বশেষ মার্কিন নির্বাচন: মিসৌরি, ফ্লোরিডা ও টেক্সাসে পর্যবেক্ষক ঢুকতে মানা

মার্কিন নির্বাচন: মিসৌরি, ফ্লোরিডা ও টেক্সাসে পর্যবেক্ষক ঢুকতে মানা

আর মাত্র কয়েক ঘণ্টা, এরপরই যুক্তরাষ্ট্রে শুরু হবে ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ। যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে স্থানীয় সময় মঙ্গলবার সকাল থেকে শুরু হবে ভোটগ্রহণ।

আল জাজিরা খবরে বলা হয়, ফ্লোরিডা এবং টেক্সাস রাজ্যের কর্মকর্তারা গতকাল সোমবার এক ঘোষণায় বলেছেন, মঙ্গলবার ভোটগ্রহণের সময় তারা মার্কিন বিচার বিভাগের নির্বাচনী পর্যবেক্ষকদের ভোটকেন্দ্রে প্রবেশের অনুমতি দেবেন না।

অপর একটি রাজ্য মিসৌরি ভোটকেন্দ্রে ফেডারেল পর্যবেক্ষকদের প্রবেশ আটকানোর জন্য একটি মামলা দায়ের করেছে।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের কাছে পাঠানো একটি চিঠিতে টেক্সাসের সেক্রেটারি অব স্টেট জেন নেলসন লিখেছেন, ‘টেক্সাসের আইনটি পরিষ্কার: বিচার বিভাগের পর্যবক্ষেকদেরকে ভোটদানের স্থান যেখানে ব্যালট দেওয়া হচ্ছে বা একটি কেন্দ্রীয় গণনা কেন্দ্র যেখানে ব্যালট গণনা করা হচ্ছে, সেখানে অনুমতি দেওয়া হয় না।’

নেলসন লিখেছেন, ‘ভোটাররা যাতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, তা নিশ্চিত করার জন্য টেক্সাসে একটি শক্তিশালী প্রক্রিয়া এবং পদ্ধতি রয়েছে।’

মিসৌরির মামলায় সেক্রেটারি অব স্টেট জে অ্যাশক্রফ্ট ফেডারেল সরকারকে ‘মিসৌরির নির্বাচনে অবৈধভাবে হস্তক্ষেপের চেষ্টা’ করার জন্য অভিযুক্ত করেছেন।

রিপাবলিকান নেতৃত্বাধীন রাজ্যগুলোতে ফেডারেল পর্যবেক্ষকদের ঠেলে দেওয়ার পদক্ষেপ ভোটের আইন লঙ্ঘন করে বলে এসব রাজ্য ফেডারেল কর্তৃপক্ষের ভূমিকাকে চ্যালেঞ্জ করে আসছে।

মার্কিন বিচার বিভাগ আজ নির্বাচনের দিনে ২৭টি অঙ্গরাজ্যে তাদের পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা করেছে। এর মধ্যে রয়েছে ম্যারিকোপা কাউন্টি, অ্যারিজোনা, ফুলটন কাউন্টি এবং জর্জিয়া।

রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জর্জিয়ায় ডেমোক্র্যাটিক প্রাথী জো বাইডেনের কাছে হেরে যাওয়ার পর ভোটের ফলাফল পাল্টে দেওয়ার জন্য নির্বাচনী কর্মকর্তাকে চাপ দিয়েছিলেন।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত