ঢাকা মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রচ্ছদ অপরাধ ও অনধিকার মাদারীপুরে ‘কোপা শামসু’ গ্রেপ্তার

মাদারীপুরে ‘কোপা শামসু’ গ্রেপ্তার

মাদারীপুরে ১২টি মামলার এজহারভুক্ত আসামি শামসুল সরদার ওরফে ‘কোপা শামসু’কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব-৮ এর মাদারীপুর ক্যাম্প।

এর আগে, গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে মাদারীপুরের সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের বড় মেহের এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শাসসুল সরদার (৫২) মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের খোরশেদ সরদারের ছেলে। স্থানীয়রা তাকে কোপা শামসু বলে চেনেন বলে জানিয়েছেন র‌্যাব-৮ মাদারীপুরের ক্যাম্প কমান্ডার মীর মনির হোসেন ।

র‌্যাব জানায়, গত ২৭ আগস্ট সন্ধ্যায় সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের বড় মেহের এলাকায় মৃত হাসেম ফকিরের ছেলে মোনাচ্ছের ফকিরের দোচালা টিনের ঘরে প্ল্যাস্টিকের ব্যাগে লুকিয়ে হাতবোমা (ককটেল) রেখে আসেন শামসু ও তার লোকজন। গত ৩০ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে বোমাটি বিস্ফোরিত হয়। এ ঘটনায় কোপা শামসুর বিরুদ্ধে মাদারীপুর সদর থানায় মামলা হয়। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক, নারী ও শিশু নির্যাতন, ডাকাতিসহ ১২টি মামলা রয়েছে।

র‌্যাব-৮ মাদারীপুরের ক্যাম্প কমান্ডার মীর মনির হোসেন জানান, গ্রেপ্তার ব্যক্তিকে স্থানীয় লোকজন কোপা শামসু নামেই চেনেন। তিনি দীর্ঘ দিন মানুষের সঙ্গে প্রতারণা করে আসছেন। র‌্যাবের একটি দল গতকাল বিকেলে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত