ঢাকা মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রচ্ছদ সর্বশেষ মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন।

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই জন ও ব্যাটারিচালিত রিকশা উল্টে একজন নিহত হয়েছেন।

মাগুরা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, মাগুরা-ঝিনাইদহ সড়কের কাশীনাথপুর সাইনবোর্ড এলাকায় প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক ও তার বন্ধু ঘটনাস্থলে নিহত হন।

নিহতরা হলেন—সদর উপজেলার গৌরীচরণপুর এলাকার পিকুল বিশ্বাসের ছেলে সানী বিশ্বাস (২০) ও একই গ্রামের কামরুজ্জামান বিশ্বাসের ছেলে মুহীব বিশ্বাস (১৮)।

এছাড়া, একই দিন সদর উপজেলার নড়িহাটি এলাকায় ব্যাটারি চালিত রিকশা উল্টে চালক ফারুক (১২) নিহত হয়। তিনি ওই গ্রামের জাহিদ মিয়ার ছেলে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত