মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন।
সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই জন ও ব্যাটারিচালিত রিকশা উল্টে একজন নিহত হয়েছেন।
মাগুরা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, মাগুরা-ঝিনাইদহ সড়কের কাশীনাথপুর সাইনবোর্ড এলাকায় প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক ও তার বন্ধু ঘটনাস্থলে নিহত হন।
নিহতরা হলেন—সদর উপজেলার গৌরীচরণপুর এলাকার পিকুল বিশ্বাসের ছেলে সানী বিশ্বাস (২০) ও একই গ্রামের কামরুজ্জামান বিশ্বাসের ছেলে মুহীব বিশ্বাস (১৮)।
এছাড়া, একই দিন সদর উপজেলার নড়িহাটি এলাকায় ব্যাটারি চালিত রিকশা উল্টে চালক ফারুক (১২) নিহত হয়। তিনি ওই গ্রামের জাহিদ মিয়ার ছেলে।