ঢাকা মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রচ্ছদ বিনোদন ‘মনে হয়েছিল, বেশিদিন নিজেকে বাঁচিয়ে রাখতে পারব না’

‘মনে হয়েছিল, বেশিদিন নিজেকে বাঁচিয়ে রাখতে পারব না’

ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক ও তৃণমূলের সংসদ সদস্য দেব। অভিনেতা থেকে এখন প্রযোজক হয়েছে। ডজনখানেক সিনেমা প্রযোজনা করেছেন তিনি। কয়েক দিন পরই তার অভিনীত ও প্রযোজিত ‘টেক্কা’ সিনেমা মুক্তি পাবে। দেব কেন প্রযোজক হলেন? নায়ক থেকে প্রযোজক হওয়ায় সমালোচিতও কম হননি। এতদিন নীরব থাকলেও অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন দেব।

ভারতীয় একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে দেব বলেন, ‘আমি খুব একটা মিথ্যা কথা বলতে পারি না। সত্যিটাই বলছি। আমি বাই ফোর্সেই প্রযোজক হয়েছি। ২০১৪ সালে যে ধরনের সিনেমা করতে চাইছিলাম, সেই সিনেমাগুলো আমাকে দেওয়া হতো না। আমাকে অন্য সিনেমার ডিভিডি ধরিয়ে দেওয়া হতো। আমার মনে হতো, এই ডিভিডি আর দক্ষিণী সিনেমার রিমেক বেশিদিন চলবে না। নিজের মধ্যেই খিদেটা জন্মেছিল। কিন্তু এরকম চরিত্র দেবেটা কে?’

ছয় মাস কাজ ছাড়া ছিলেন দেব। তা উল্লেখ করে তিনি বলেন, ‘ওই সময়ে টলিউডে একজন বা দুজনই বড় প্রযোজক। আর আমরা রীতিমতো হাতি হয়ে গিয়েছি, মানে আমাদের নিয়ে সিনেমা করতে গেলে, অনেক টাকা লাগে। প্রচুর টাকা ইনভেস্ট করতে হয়। কিন্তু আমি সেরকম সিনেমা পাচ্ছিলাম না, যে ধরনের করতে চাইছিলাম। ছয় মাস বসে থাকলাম। বুঝতে পারলাম যে, আমি যদি অন্য প্রযোজকদের উপর নির্ভর করে থাকি, তাহলে আমি হয়তো বেশিদিন টিকে থাকতে পারব না। ক্রিয়েটিভলি বা অভিনেতা হিসেবে এমনিতেই মরে যাব, বেশিদিন নিজেকে বাঁচিয়ে রাখতে পারব না।’

সিনেমা প্রযোজনা শুরু করার সিদ্ধান্ত নেওয়ার সময়ের ঘটনা বর্ণনা দিয়ে দেব বলেন, ‘একদিন সিনেমা প্রযোজনার সিদ্ধান্ত নিলাম। রুক্মিণী আমার পাশেই ছিল, তখন রুক্মিণী আমাকে বলল, তুমি ঠিক কী চাইছো? আমি বললাম, যেটা চাইছি, সেটা তো কেউ করছে না, কেউ নিচ্ছে না। এই রিমেক সিনেমা বেশিদিন থাকবে না। রুক্মিণী বলল, তোমার মন কী বলছে? টাকা আছে? আমি বললাম হ্যাঁ। আমি যে টাকা রোজগার করেছি, তা দিয়েই সিনেমা তৈরি করব।’

দেব এ পর্যন্ত ১২টি সিনেমা প্রযোজনা করেছেন। এ তথ্য স্মরণ করে এই নায়ক বলেন, ‘২০১৭ সালে আমাদের প্রযোজিত প্রথম সিনেমা মুক্তি পায়। আজকে ২০২৪ সাল। আমরা ১২টার মতো সিনেমা প্রযোজনা করেছি। আমি খুশি। প্রযোজক হিসেবে আমরা যে ধরনের গল্প বলেছি বা সিনেমা মুক্তি দিয়েছি, এই সময়ে দাঁড়িয়ে খুব কম প্রযোজকই করছেন। আমরা ‘বাঘাযতীন’ করেছি। আমরা ‘টেক্কা’ করছি। তারপর ‘খাদান’ এবং ‘বিনোদিনী’-এর মতো সিনেমা করছি।’

কেবল নিজের ক্যারিয়ার বাঁচাতে নয়, উল্লেখযোগ্য কিছু কাজ করার জন্যও প্রযোজক হয়েছেন দেব। এ বিষয়ে তিনি বলেন, ‘দেব শুধু নিজেকে বড় করার জন্যই প্রযোজনায় এসেছি এমন নয়। আমাদের জীবনে যাদের অবদান রয়েছে, স্বাধীনতা সংগ্রামী বা থিয়েটার আইকন নটী বিনোদিনীর মতো চরিত্র। যিনি গোটা বিশ্বে জনপ্রিয়, তাকে নিয়েও সিনেমা তৈরি করছি। প্রযোজক হিসেবে আমার যাত্রা এই কারণেই, বাই ফোর্স। নিজেকে ক্রিয়েটিভলি বাঁচাতে এবং যে গল্পগুলো মানুষের কাছে নিয়ে আসতে চেয়েছিলাম, সেটার জন্যই প্রযোজনায় এসেছি।’

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত