ভারতের একটি সরকারি হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় করোনা রোগীর মৃতদেহ খেল কুকুর! মৃত ব্যক্তি করোনা সংক্রমিত হয়ে হাসাপাতালেই মারা যান।
রাজীব গান্ধী ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (আরআইএমএস) হাসপাতাল চত্বরের একটি শেড চালচুলোহীন দুস্থ, ভবঘুরেরা রাতের বেলায় আশ্রয় নেন। সেখানেই পড়েছিল করোনা আক্রান্ত রোগীর মৃতদেহ।
সোমবার প্রথমে বিষয়টি দেখেন হাসপাতালের এক নিরাপত্তারক্ষী। দেখেন পথ কুকুররা একটি মৃতদেহ নিয়ে খাবলা-খাবলি করছে। তিনি লাঠি হাতে তাড়া করে কুকুরগুলোকে তাড়িয়ে দেন। ততক্ষণে অবশ্য মৃত ব্যক্তির কানের একাংশ ছিঁড়ে নিয়েছে কুকুর, থাবায় বিকৃত হয় মুখের একাধিক অংশ।
পরে বিষয়টি সামনে আসার পর মৃতের স্বজনেরা ক্ষোভে ফেটে পড়েন। হাসপাতালে অভিযোগের প্রেক্ষিতে তদন্তও করে। কিন্তু, প্রাথমিক তদন্ত রিপোর্টে দাবি করা হয়েছে, কান্তা রাওকে হাসপাতালে ভর্তিই করা হয়নি।
ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, এই ঘটনায় তাৎক্ষণিক তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তারপরও যে প্রশ্নটা উঠছে, হাসপাতাল চত্বরের মধ্যে করোনা রোগীর মৃতদেহ এভাবে পড়ে থাকছে কিন্তু কর্তৃপক্ষ কীভাবে এতটা উদাসীন হতে পারে?
এ বিষয়ে আরআইএমএস-এর সুপার ডাক্তার শ্রীরামুলু জানান, কান্তা রাও নামের ওই রোগীকে ৫ আগস্ট হাসপাতালে আনলেও তাকে ভর্তি নেওয়া হয়নি। তবে, হাসপাতাল কেন কান্তা রাওকে ভর্তি করোনা আক্রান্ত একজন রোগীকে পাঁচ দিন বিনা চিকিৎসায় শেডের মধ্যে কাটাতে হলো- এ সব প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেননি সুপার ।