ঢাকা মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রচ্ছদ অর্থনীতি বড়শিতে ধরা পড়লো ২৫ কেজির কোরাল, ২৭ হাজারে বিক্রি

বড়শিতে ধরা পড়লো ২৫ কেজির কোরাল, ২৭ হাজারে বিক্রি

কক্সবাজারের টেকনাফে আবদুল আমিন নামে এক জেলের বড়শিতে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের একটি কোরাল মাছ।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার শাহপরীর দ্বীপ জেটি ঘাটে নাফ নদীতে মাছটি ধরা পড়লেও রোববার (৮ সেপ্টেম্বর) সেই ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে আসার পর বিষয়টি জানাজানি হয়।

জানা গেছে, ওইদিনই মাছটি সাবরাং ইউপি বাজারে মাছ ব্যবসায়ী মোহাম্মদ আলম ২৭ হাজার টাকায় কিনে নেন।

জেলে আবদুল আমিন বলেন, কয়েক দিন ধরে নাফ নদীতে জেলেদের বড়শিতে বড় বড় কোরাল মাছ ধরা পড়ছে। শুক্রবার বিকেলে জেটিতে বসে বড়শি ফেলেন তিনি। প্রায় ২০ মিনিট পর বড়শি টেনে তোলার চেষ্টা করলে বড়শি বেশ ভারি মনে হওয়ায় আরও একজনের সহযোগিতা নেন আবদুল আমিন।

তিনি বলেন, দুইজনে বড়শি টেনে তুলে দেখি একটি বড় কোরাল মাছ আটকা পড়েছে। মাছটির ওজন ছিল প্রায় ২৫ কেজি। স্থানীয় বাজারে তুলে দর কষাকষির পর ২৭ হাজার টাকায় বিক্রি করেছি।

টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, কোরাল দ্রুত বর্ধনশীল মাছ। পরিবেশ ভালো পেলে মাছটি সাধারণত ৩০ থেকে ৩৫ কেজি ওজনের হয়ে থাকে। কোনো কোনো সময় এর বেশি ওজনের কোরালও পাওয়া যায়। নাফ নদীতে প্রায় সময় বড় বড় কোরাল মাছ পাওয়া যায়। এই নদীর মাছ খুবই সুস্বাদু। তাই জেলেরা দামও ভালো পেয়ে থাকেন।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত