ঢাকা মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রচ্ছদ সারাদেশ বান্দরবানে পর্যটকদের জন্য গাড়ি ভাড়ায় ২০ শতাংশ ছাড়

বান্দরবানে পর্যটকদের জন্য গাড়ি ভাড়ায় ২০ শতাংশ ছাড়

বান্দরবানে বেড়াতে আসা পর্যটকদের ঘুরে বেড়াতে পর্যটকবাহী গাড়িতে ২০ শতাংশ ছাড়ের ব্যবস্থা করেছে মাইক্রোবাস-জিপ-পিকআপ মালিক সমবায় সমিতির সদস্যরা।

রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বান্দরবান প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে তারা এ ঘোষণা দেন। ঝিমিয়ে পড়া পর্যটন শিল্পকে চাঙ্গা করতে  তাদের এই উদ্যোগ।

সংবাদ সম্মেলনের সমিতির সভাপতি নাসিরুল আলম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নেজাম চৌধুরী, প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সমিতির সভাপতি নাসিরুল আলম জানান, করোনা মহামারিতে পর্যটন ব্যবসায় লোকসানের মুখে পড়েন ব্যবসায়ীরা। এ সঙ্কট কাটিয়ে উঠতে না উঠতেই নানা কারণে বান্দরবানের সম্ভাবনাময় পর্যটনশিল্প মুখ থুবড়ে পড়েছে। লোকসানের কারণে অনেক হোটেল-মোটেল-রিসোর্ট বন্ধ হয়ে গেছে। সামনে শীতকালীন পর্যটন মৌসুম। এ কারণে পর্যটকদের জন্য প্রতি গাড়িতে ২০ শতাংশ হারে ছাড়ের ব্যবস্থা করা হয়েছে।

অন্যদিকে, বান্দরবান হোটেল-মোটেল-রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের  সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম জানান, করোনা মহামারির লোকসান, বন্যায় ক্ষয়ক্ষতি তারপর  তিন পার্বত্য জেলায় সৃষ্ট পরিস্থিতিতে একেবারে পযটক কমে গেছে। বান্দরবানে পযটকদের আগামনে জন্য হোটেল মোটেল ২০ থেকে ৫০ শতাংশ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত