রাজধানীর বনানীর কাকলি তিন রাস্তার মোড় এলাকায় ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের নাম লিটন ভাওয়াল (৪৫)। তিনি ট্রাক ড্রাইভার ছিলেন। লিটন জামালপুরের ইসলামপুর থানার বাসিন্দা।
নিহতকে নিয়ে আসা ট্রাক মালিক মেহেদী হাসান সবুজ জানান, লিটন আমার ট্রাক চালক ছিলেন। ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে গিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৩টার দিকে মৃত ঘোষণা করেন।