ঢাকা মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ বগুড়ায় একদিনেই নতুন করে আক্রান্ত অর্ধশত’র বেশি

বগুড়ায় একদিনেই নতুন করে আক্রান্ত অর্ধশত’র বেশি

করোনা পরিস্থিতিতে দেশের অন্যতম হটস্পট হয়ে ওঠা উত্তরের প্রাণকেন্দ্র বগুড়ায় নতুন করে আরও ৬৫ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৮৯৭ জনে।

মঙ্গলবার সকালে জেলা স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। নতুন আক্রান্তদের মধ্যে পুরুষ ৪৪ জন, ১৮ জন নারী ও ৩ জন শিশু রয়েছে।

বগুড়া সিভিল সার্জন অফিসের ডা. ফারজানুল ইসলাম নির্ঝর ব্রিফিংয়ে জানান, গতকাল সোমবার ২৩১ নমুনা পরীক্ষার ফলাফলে আজ ৬৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়াও একই সময়ে জেলায় ১০৯ জন করোনা থেকে সেরে উঠেছেন।

তিনি আরও জানান, নতুন আক্রান্তদের মধ্যে বগুড়া সদরে ৪৭ জন, শিবগঞ্জ ও ধুনটে চারজন করে, কাহালু ও গাবতলীতে তিনজন করে, দুপচাঁচিয়ায় দুইজন, শেরপুর ও সোনাতলায় একজন করে করোনায় আক্রান্ত হয়েছেন।
উল্লেখ্য, জেলায় এ পর্যন্ত ৫ হাজার ৮৯৭ জন করোনা আক্রান্তের মধ্যে ৪ হাজার ৭০৬ জন সুস্থ হয়ে উঠেছেন। আর মারা গেছেন ১৩৩ জন।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত