ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোসের স্বৈরশাসক বাবার কবর খনন করে তার দেহাবশেষ সমুদ্রে ফেলে দেওয়ার হুমকি দিয়েছেন ভাইস প্রেসিডেন্ট সারা দুতের্তে। শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি এ হুমকি দিয়েছেন।
২০২২ সালের নির্বাচনে সারা দুতের্তে মার্কোস জুনিয়রের সাথে জোটবদ্ধ ছিলেন। নির্বাচনে তাদের জোট বিজয়ী হয়। তবে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে দুজন পৃথকভাবে অংশ নেওয়ার কথা ভাবছেন।
শুক্রবার সংবাদ সম্মেলনে সারা দুতের্তে প্রেসিডেন্টের সমালোচনা করে বলেছেন, দেশ ‘নরকের পথে’ চলে গেছে। প্রেসিডেন্টের প্রশাসনের মুদ্রাস্ফীতি এবং খাদ্য সুরক্ষা মোকাবেলায় স্পষ্ট নীতির অভাব রয়েছে।
তিনি জানান, ২০২২ সালে মার্কোসের সঙ্গে জোটবদ্ধ হওয়ার পরে তিনি বুঝতে পারেন তাকে ব্যবহার করা হচ্ছে। তিনি বুঝতে পারেন প্রেসিডেন্টের সঙ্গে তার রাজনৈতিক সম্পর্ক তিক্ত হয়ে উঠছে।
সারা দুতের্তে হুমকি দিয়ে বলেন, তার বিরুদ্ধে রাজনৈতিক আক্রমণ বন্ধ না হলে তিনি প্রয়াত স্বৈরশাসক মার্কোস সিনিয়রের দেহাবশেষ সমুদ্রে ফেলে দেবেন।
ভাইস প্রেসিডেন্ট বলেন, ‘একদিন, আমি সেখানে যাব। আমি তোমার বাবার মৃতদেহ নিয়ে পশ্চিম ফিলিপাইন সাগরে ফেলে দেব।’