ঢাকা মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রচ্ছদ বিনোদন ‘পুষ্পা টু’ মুক্তির তারিখ বদল, ‘পুষ্পা থ্রি’ নির্মাণের ঘোষণা

‘পুষ্পা টু’ মুক্তির তারিখ বদল, ‘পুষ্পা থ্রি’ নির্মাণের ঘোষণা

সুকুমার পরিচালিত বহুল আলোচিত সিনেমা ‘পুষ্পা’। ২০২১ সালের ১৭ ডিসেম্বর মুক্তি পায় তেলেগু ভাষার এ সিনেমা। এতে জুটি বেঁধে অভিনয় করেন আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা। সিনেমাটির গল্প, আইটেম গান ঝড় তুলেছিল ভক্তদের মনে; মুক্তির পর দাপিয়ে বেড়ায় বক্স অফিস। এখন নির্মিত হচ্ছে ‘পুষ্পা’ সিনেমার দ্বিতীয় পার্ট।

প্রথম পার্টের মতো দ্বিতীয় পার্টে জুটি বেঁধে অভিনয় করছেন আল্লু অর্জুন-রাশমিকা। ‘পুষ্পা’ সিনেমায় এসপি ভানুয়ার সিং শেখওয়াত চরিত্রে অভিনয় করেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ফাহাদ ফাসিল। ন্যাড়া মাথার এই আইপিএস অফিসারের পারফরম্যান্স মুগ্ধ করে দর্শকদের। ‘পুষ্পা টু’ সিনেমায়ও একই চরিত্রে দেখা যাবে ফাহাদ ফাসিলকে।

‘পুষ্পা টু’ সিনেমার মুক্তি নিয়ে নয়ছয় কম হয়নি। সর্বশেষ ঘোষণা অনুযায়ী, ৬ ডিসেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা ছিল। কিন্তু এ তারিখও পরিবর্তন করেছেন নির্মাতা। তবে খুশির খবর হলো— একদিন এগিয়ে এনে ৫ ডিসেম্বর মুক্তি দিচ্ছে সিনেমাটি। পাশাপাশি ‘পুষ্পা থ্রি’ নির্মাণের ঘোষণা দিলেন সিনেমাটির প্রযোজক রবি শঙ্কর। খবর ইন্ডিয়া টুডের।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) আয়োজিত সংবাদ সম্মেলনে রবি শঙ্করের কাছে জানতে চাওয়া হয়, ‘পুষ্পা থ্রি’ নির্মিত হবে কিনা? এ প্রশ্নের জবাবে রবি শঙ্কর বলেন, “আপনারা যদি ‘পুষ্পা টু’ সিনেমাকে সফল করেন, তা হলে আমরা আপনাদের ‘পুষ্পা থ্রি’ সিনেমা উপহার দেব। ‘পুষ্পা থ্রি’ সিনেমার জন্য বড় লিড রয়েছে। অবশ্যই এটি নির্মিত হবে।”

এ সময় রবি শঙ্করের পাশেই বসা ছিলেন আল্লু অর্জুন। তবে কবে নাগাদ এ সিনেমা ফ্যাঞ্চাইজির তৃতীয় কিস্তির কাজ শুরু হবে তা জানাননি রবি শঙ্কর।

মুক্তির আগেই মোটা অঙ্কের অর্থ আয় করেছে ‘পুষ্পা টু’। কয়েক দিন আগে সিয়াসাত ডটকম এক প্রতিবেদনে জানায়, ‘পুষ্পা টু’ সিনেমা মুক্তির আগেই ৯০০ কোটি রুপি আয় (বাংলাদেশি মুদ্রায় ১২৮২ কোটি ৪১ লাখ টাকার বেশি) করেছে। ওটিটি ও স্যাটেলাইট সত্ত্ব বিক্রি করে এ অর্থ আয় করেছে সিনেমাটি। তেলেগু, হিন্দি, তামিল, কন্নড় ও মালায়ালাম ভাষার ওটিটি স্ট্রিমিং রাইটস ২৭০ কোটি রুপিতে কিনেছে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। অথচ ‘পুষ্পা’ সিনেমার এ রাইটস অ্যামাজন কিনেছিল মাত্র ৫০ কোটি রুপিতে।

নিউজ১৮ এক প্রতিবেদনে জানায়, ‘পুষ্পা টু’ সিনেমার থিয়েট্রিক্যাল রাইটস ৬৫০ কোটি রুপিতে বিক্রি হয়েছে। ওটিটি স্ট্রিমিং রাইটস ২৭০ কোটি রুপিতে কিনেছে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। সব মিলিয়ে মুক্তির আগেই ৯২০ কোটি রুপি আয় (বাংলাদেশি মুদ্রায় ১৩১0 কোটি ৯ লাখ টাকার বেশি) করেছে ‘পুষ্পা টু’। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি নির্মাতারা।

প্রথমটির চেয়ে ‘পুষ্পা টু’ সিনেমা আরো বেশি চমকপ্রদ হবে বলে আশ্বাস দিয়েছেন নির্মাতারা। বাজেটও রয়েছে প্রথম সিনেমার তুলনায় দ্বিগুণ। ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার বাজেট ছিল ১৯৩ কোটি রুপি। এবার বাজেট ৪০০-৫০০ কোটি রুপি। চলচ্চিত্র বিশ্লেষকরা মনে করছেন— ‘পুষ্পা টু’ বক্স অফিসে দারুণ সাড়া ফেলবে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত