ঢাকা মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রচ্ছদ সর্বশেষ নোয়াখালীতে বন্যার অবনতি, বিদ্যুৎ বিচ্ছিন্ন

নোয়াখালীতে বন্যার অবনতি, বিদ্যুৎ বিচ্ছিন্ন

ভারী বৃষ্টি ও ফেনীর মুহুরী নদী থেকে নেমে আসা পানিতে নোয়াখালীতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। জেলায় প্রায় ৪ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিভিন্ন গ্রামীণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে পানিবন্দি মানুষ দুর্ভোগ পোহাচ্ছে।

 বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় বৃহস্পতিবার (২২ আগস্ট) বেলা ১১টার দিকে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে জেলা দুর্যোগ কমিটির জরুরী বৈঠক হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। জেলা প্রশাসক বলেন, নোয়াখালীতে প্রথমে জলাবদ্ধতা ছিল। জেলার মুহুরী নদীর পানি বেড়ে যাওয়ায় বন্যা দেখা দিয়েছে।

টানা বৃষ্টিতে জেলা শহর মাইজদীসহ আট উপজেলার বেশির ভাগ এলাকা জলাবদ্ধ হয়ে যায়। সেনবাগ, বেগমগঞ্জ, কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলায় বেশি ক্ষতি হয়েছে। খালগুলো দখল ও পৌর এলাকায় ড্রেন পরিষ্কার না করায় জলাবদ্ধতা প্রকট আকার ধারণ করে।

জেলা আবহাওয়া অধিদপ্তরের উচ্চ পর্যবেক্ষক আরজুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় নোয়াখালীতে ১৪৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সক্রিয় লঘুচাপ ও মৌসুমি জলবায়ুর কারণে জেলায় আরও তিন দিন ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বন্যার পানি বেশি দিন জমে থাকার কারণে বিভিন্ন উপজেলায় বিদ্যুৎতের খুঁটি সরে যাওয়ায় লাইন বিভ্রাট হয়েছে। বিভিন্ন এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। জেলার সুবর্ণচর, কবিরহাট, সেনবাগ ও কোম্পানীগঞ্জ উপজেলায় বিদ্যুৎ সমস্যা বেশি রয়েছে।

নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার জাকির হোসেন বলেন, জেলায় ৭ লাখ ৭৫ হাজার গ্রাহকের মধ্যে সাড়ে ৪ লাখ বিদ্যুৎ বিচ্ছিন্ন। ভারী বৃষ্টিতে বিভিন্ন এলাকার লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বেগমগঞ্জের একটি উপকেন্দ্রে পানি উঠে গেছে।

পানিতে ডুবে যাওয়ায় সড়ক ক্ষতি হচ্ছে। গ্রামীণ সড়কে বেহাল অবস্থা। জেলা সড়ক ও স্থানীয় সরকার কার্যালয় বলছে, পানি নেমে গেলে ক্ষতির পরিমাণ জানা যাবে। সেই অনুযায়ী ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়গুলো জানানো হবে।

জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানান, জেলার আট উপজেলা বন্যায় প্লাবিত হয়েছে। এ সব উপজেলায় ৩৮৮টি আশ্রয়কেন্দ্রে ৩৬ হাজার মানুষ আশ্রয় নিয়েছে। জেলায় প্রায় ২০ লাখ মানুষ পানিবন্দি রয়েছে। তাদের কাছে শুকনো খাবার পাঠানোর চেষ্টা চলছে।

তিনি বলেন, ‘আমাদের উপজেলার কর্মকর্তারা মাঠে রয়েছেন। স্বেচ্ছাসেবকরা কাজ করছেন। সমাজের বিত্তশালী মানুষের বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানাচ্ছি। আশা করছি, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিকসহ বিভিন্ন সংগঠন এগিয়ে আসবে।’

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত