দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা যেমন দিন দিন বাড়ছে, ঠিক তেমনি বাড়ছে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যাও। দুই লাখেরও বেশি করোনা পজিটিভ মানুষ সুস্থ হয়ে উঠেছেন।
সবশেষ ২৪ ঘণ্টার তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় আরও ৩ হাজার ৪৪ জন করোনায় আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে উঠেছেন। তাতে করে মোট সুস্থ হলেন ২ লাখ ১ হাজার ৯০৭ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৪ দশমিক ৯৬ শতাংশ।
এ পর্যন্ত মোট কোভিড পজিটিভ শনাক্ত হয়েছেন প্রায় ৩ লাখ ১১ হাজার মানুষ। সে হিসাবে আক্রান্তের প্রায় ৬৫ শতাংশ ব্যক্তিই সুস্থ হয়ে উঠেছেন। রোববার (৩০ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত কয়েকদিন ধরে এই হার অব্যাহতভাবে বাড়ছে। এর আগে ৪ আগস্ট থেকেই সুস্থতার হার ছিল ৫৭ শতাংশের ঘরে। সবশেষ ১৮ আগস্ট এই হার ছিল ৫৭ দশমিক ৬৭ শতাংশ। এরপর গত ১০ দিনের মধ্যে ব্যবধানে প্রায় ৮ শতাংশ বাড়লো সুস্থতার হার।