ঢাকা মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রচ্ছদ বিনোদন দেবারা সিনেমার মুক্তি: জুনিয়র এনটিআর ভক্তদের প্রেক্ষাগৃহ ভাঙচুর

দেবারা সিনেমার মুক্তি: জুনিয়র এনটিআর ভক্তদের প্রেক্ষাগৃহ ভাঙচুর

প্রেক্ষাগৃহের প্রবেশ পথে উত্তেজিত জনতা। দরজা-জানালাসহ যে যা পাচ্ছেন তাই ভাঙছেন। কার্যত, ধ্বংসস্তুপে পরিণত হয়েছে প্রেক্ষাগৃহ। ইন্ডিয়া টুডে একটি ভিডিও প্রকাশ করেছে, তাতে এমন দৃশ্য দেখা যায়।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ভিডিওর দৃশ্যটি পালওয়াঞ্চার ভেঙ্কটেশ্বরা থিয়েটারের। এটি তেলেঙ্গানা রাজ্যের ভদ্রদ্রি কোঠাগুডেম জেলায় অবস্থিত। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) মুক্তি পেয়েছে জুনিয়র এনটিআর অভিনীত ‘দেবারা’। সিনেমাটির প্রদর্শনী বিলম্ব হওয়ায় এমন ভাঙচুর চালায় জুনিয়র এনটিআরের ভক্তরা।

এ পরিস্থিতিতে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। টেকনিক্যাল সমস্যার কারণে সিনেমার প্রদর্শনীতে বিলম্ব হয়। বিষয়টি নিয়ে ক্ষমা চেয়েছেন হল কর্তৃপক্ষ।

দ্য ফ্রি প্রেস জার্নাল জানিয়েছে, হায়দরাবাদের সুদর্শনা থিয়েটারের পাশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ‘দেবারা’ মুক্তি উপলক্ষে এ প্রেক্ষাগৃহের পাশে উল্লাস করছিলেন জুনিয়র এনটিআরের ভক্তরা। বাজি ফোটানোর সময়ে জুনিয়র এনটিআরের একটি কাট-আউটে আগুন লেগে যায়; যা ভয়াবহ অগ্নিকাণ্ডে রূপ নেয়। এতে করে ওই অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

‘দেবারা’ সিনেমা পরিচালনা করেছেন কোরাতলা শিবা। ৮ বছর আগে জুনিয়র এনটিআরকে নিয়ে এ নির্মাতা নির্মাণ করেছিলেন ‘জনতা গ্যারেজ’। ফের এ নায়ককে নিয়ে নির্মাণ করলেন ‘দেবারা’।

এ সিনেমায় জুনিয়র এনটিআরের বিপরীতে অভিনয় করেছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। এ সিনেমার মাধ্যমে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক হলো তার। তা ছাড়াও সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেতা সাইফ আলী খান।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত