ঢাকা মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রচ্ছদ সাত সদাই ডেটিংয়ের জন্য ছুটি দেবে যে কোম্পানি

ডেটিংয়ের জন্য ছুটি দেবে যে কোম্পানি

ছবি: প্রতীকী

কর্মীদের কর্মদক্ষতা বাড়ানোর জন্য এক এক কোম্পানি এক এক ধরনের উদ্যোগ নিয়ে থাকে। কিন্তু এমন কথা কি শুনেছেন যে, কর্মীদের ডেটে যাওয়াকে উৎসাহ দেওয়া হয়?— এই কাজটিই করছে থাইল্যাণ্ডের একটি কোম্পানি ‘ওয়াইটলাইন গ্রুপ’। এই কোম্পানির কর্মকর্তারা মনে করছেন, কর্মীরা ডেটে যাওয়ার সুযোগ পেলে তাদের কর্মদক্ষতা বৃদ্ধি হবে। এজন্য কর্মীদের বেতনসহ ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। এমনকি একজন কর্মী চাইলে একটি নির্দিষ্ট ডেটিং অ্যাপের ‘গোল্ড ও প্ল্যাটিনাম’ সাবক্রিপশনের জন্য পেয়ে যাবে প্রয়োজনীয় অর্থও। যা কোম্পানি বহন করবে।

অবশ্য কোনো কারণ ছাড়াই এই সিদ্ধান্ত নেয়নি ওয়াইটলাইন গ্রুপ কর্তৃপক্ষ। এর আগে ওই কোম্পানির উর্দ্ধতন এক নারী জানিয়েছিলেন, তিনি অতিরিক্ত কাজের চাপ অনুভব করছেন। আর সেজন্য ডেটেও যেতে পারছেন না।

এরপরে কর্মীরা যাতে ইচ্ছা করলেই ডেটে যেতে পারে সেজন্য ছুটি বরাদ্ধ করে ‘ওয়াইটলাইন গ্রুপ’। শর্ত দেওয়া হয় যে, ডেটে যাওয়ার এক সপ্তাহ আগে ছুটির আবেদন জমা দিতে হবে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত