প্রতীকী ছবি
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদক কারবারিদের দুইপক্ষের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসান।
ওসি জানান, বৃহস্পতিবার রাত ৩টার দিকে মাদক কারবারিদের দুইপক্ষের সংঘর্ষে রাজা নামের একজন মারা গেছেন।
এর আগে গত শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় জেনেভা ক্যাম্পে গোলাগুলির ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হন-আমীন (২৭), শরীফ (৩২) ও শিশু সাজ্জান (৮)। তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।