ঢাকা সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রচ্ছদ সারাবিশ্ব জাতিসংঘ পুরোনো কোম্পানির মতো: ভারত

জাতিসংঘ পুরোনো কোম্পানির মতো: ভারত

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জাতিসংঘের সমালোচনা করে বলেছেন, এটি ‘পুরোনো কোম্পানির মতো’, যেটি সম্পূর্ণরূপে বাজারের সাথে তাল মিলিয়ে চলতে পারে না কিন্তু স্থান দখল করে রাখে।

রোববার কৌটিল্য ইকোনমিক কনক্লেভে একটি আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেছেন।

জয়শঙ্কর বলেছেন, পৃথিবীতে দুটি অত্যন্ত গুরুতর সংঘাত চলছে। কিন্তু জাতিসংঘ তাদের উপরে না থেকে বরং মূলত একজন দর্শকের ভূমিকা পালন করছে।

তিনি বলেছেন, জাতিসংঘ একটি পুরোনো কোম্পানির মতো, সম্পূর্ণরূপে বাজারের সাথে তাল মিলিয়ে চলে না, কিন্তু স্থান দখল করে। বিশ্বে স্টার্ট-আপ ও উদ্ভাবন রয়েছে, তাই বিভিন্ন লোক যখন তাদের নিজস্ব কাজ শুরু করে তখন এটি (জাতিসংঘ) সময়ের পিছনে থাকে। আজ আপনার কাছে যা আছে তা হল হ্যাঁ, আপনাদের শেষ পর্যন্ত জাতিসংঘ আছে, যদিও আংশিক কার্যকর, এরপরেও এটি শহরে একমাত্র বহুপাক্ষিক খেলার ঘর।’

জয়শঙ্কর বলেন, ‘কিন্তু, যখন এটি মূল বিষয়গুলোতে পদক্ষেপ নেয় না, তখন দেশগুলো এটা করার জন্য তাদের নিজস্ব উপায় বের করে। উদাহরণস্বরূপ, গত ৫/১০ বছরের কথা বছর ধরা যাক, সম্ভবত আমাদের জীবনে সবচেয়ে বড় ঘটনাটি ছিল কোভিড। এখনও পর্যন্ত জাতিসংঘ কোভিডের বিষয়ে কী করেছে?’

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বর্তমানে পৃথিবীতে দুটি যুদ্ধ চলছে, দুটি খুব গুরুতর যুদ্ধ। তাদের বিষয়ে জাতিসংঘ কোথায়? এটি মূলত একজন দর্শক।’

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত