মার্কিন নির্বাচনের আর মাত্র ২ দিন বাকি। শেষ মুহূর্তের প্রচারণায় দক্ষিণ-পূর্বের ব্যাটলগ্রাউন্ড হিসেবে পরিচিত উত্তর ক্যারোলিনা রাজ্যে শনিবার সকাল থেকে প্রচারণা চালান রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস।
রয়টার্স জানিয়েছে, শনিবার উত্তর ক্যারোলিনার জনসভা শেষে মিশিগানের ডেট্রয়েট শহরে জনসভা করার কথা ছিল হ্যারিসের। কিন্তু সেখানকার নির্বাচনী প্রচারণা ফেলে অপ্রত্যাশিতভাবে নিউ ইয়র্কে যান হ্যারিস। ‘সাটারডে নাইট লাইভ’ টেলিভিশন অনুষ্ঠানে যোগদানের জন্য তিনি এ কাজ করেছেন বলে জানা গেছে।
যদিও এ নিয়ে মন্তব্য করেনি কমলার প্রচারণা শিবির। তবে কমলা হ্যারিসের নির্বাচনী প্রচারণার সঙ্গে যুক্ত থাকা সাংবাদিকরা তার সঙ্গে নিউ ইয়র্কে এসেছেন। তিনটি সূত্র জানিয়েছে, টেলিভিশন চ্যানেল এনবিসির সদরদপ্তরে জনপ্রিয় কমেডি শো অনুষ্ঠিত হবে। যেখানে কমলা হ্যারিস অংশ নেবেন। শনিবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় এটি প্রচারিত হবে।
মঙ্গলবারের প্রেসিডেন্ট নির্বাচনের আগে কমলা হ্যারিসের ‘সাটারডে নাইট লাইভ’ অনুষ্ঠানে অংশ নেয়া একটি আশ্চর্যজনক ঘটনা।
ট্রাম্পও প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সময় ২০১৫ সালে এ ধরনের একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। এছাড়া সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাও একাজ করেছেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নর্থ ক্যারোলিনা সহ সাত রাজ্যে ট্রাম্প ও কমলা হ্যারিসের মধ্যে সত্যিকার অর্থে প্রতিদ্বন্দ্বিতা হবে। তবে শনিবার ডেস ময়নেস রেজিস্টারের করা এক জরিপে দেখা গেছে, আইওয়াতে কমলা একটি শক্ত অবস্থান ধরে রেখেছে। যেখানে গত দুইবার ট্রাম্প অনায়াসে জয় পায়।