ঢাকা মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রচ্ছদ খেলাধুলা চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকা দলের সফর ঘিরে কড়া নিরাপত্তা

চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকা দলের সফর ঘিরে কড়া নিরাপত্তা

চট্টগ্রামে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের সফর ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ। আজ রোববার (২০ অক্টোবর) নগরীর দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের সম্মেলনকক্ষে এ উপলক্ষে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ।

আগামী ২৯ অক্টোবর থেকে ৩ অক্টোবর পর্যন্ত চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলতে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দল চট্টগ্রাম সফর করবে। আগামী ২৬ অক্টোবর চট্টগ্রাম শাহ্ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে দুই দল।

নিরাপত্তা সমন্বয় সভায় বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দলের আসন্ন চট্টগ্রাম সফর উপলক্ষে সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার সমন্বয়ে জাতীয় দলের খেলোয়াড়দের সার্বিক নিরাপত্তার পরিকল্পনা প্রণয়ন করা হয়।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) আবদুল মান্নান মিয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মাসুদ আহাম্মদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. আব্দুল ওয়ারীশ, উপ-পুলিশ কমিশনার (সদর) এস এম মোস্তাইন হোসেনসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা, জেলা প্রশাসনের কর্মকর্তারা, হোটেল রেডিসন ব্লুসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা আসন্ন সিরিজ সুন্দর ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন প্রস্তাব পেশ করেন।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত