সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গলায় মোড়কসহ লজেন্স আটকে হাসান আলী নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (৩০ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের আগরপুর গ্রামে এ ঘটনা ঘটে। সে গ্রামের আবেদ আলীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শিশুটি মোড়কসহ লজেন্স মুখে দেয়ার পর গলার ভেতরে গিয়ে শ্বাসনালীতে আটকে যায়।
এতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে পার্শ্ববর্তী তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে ডাক্তার সায়মা ইসলাম শিশুটিকে মৃত ঘোষণা করেন।
সংবাদমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম হিরো।