আগের ভাড়ায় ফিরছে গণপরিবহন। আগামী ১ সেপ্টেম্বর থেকে শর্তসাপেক্ষে গণপরিবহনে আগের নির্ধারিত ভাড়ায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পরিবহন সংশ্লিষ্টরা সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি যে মানবে না সেটা তো দিনের আলোর মতো সত্য। গণপরিবহনে আবার আগের মতো গাদাগাদি করলে উঠলে করোনা সংক্রমণের ঝুঁকি যে আরো বাড়বে সেটা তো বলাই বাহুল্য। এক্ষেত্রে নিজেকেই সতর্ক হতে হবে।
করোনাকালীন পরিস্থিতিতে গণপরিবহনে উঠার ক্ষেত্রে প্রথমেই খেয়াল রাখতে হবে যে গাড়িতে সিট আছে কি না! গাদাগাদি করে বাসে উঠবেন না। অফিসে বা গন্তব্যে পৌঁছাতে একটু দেরি হলে হোক, জীবনের ঝুঁকি নেবেন কেন!
বাসে ওঠার আগে অবশ্যই মুখে মাস্ক জড়িয়ে নেবেন। প্রয়োজন হলে একাধিক মাস্ক পরতে পারেন এমনকি ফেস শিল্ডও ব্যবহার করতে পারেন।
বাসে ওঠা থেকে শুরু করে গন্তব্যে পৌঁছানো পর্যন্ত মাথা নিচু করে রাখুন। কারো মুখ বা কাঁধের সাথে মাথা ঠেকাবেন না।
বাসে, ট্রেনে বসার সময় সিটে, হাতলে, জানালার পাশে জীবানুনাশক স্প্রে ব্যবহার করুন। এতে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে যায়।
আরো পড়ুন:
দাঁড়িয়ে খাবার খেলে যে সব ক্ষতি হতে পারে
কিছুটা অস্বস্তি বা গরম লাগলেও মাস্ক খুলবেন না।, কোনো কারণেই মুখে, চোখে হাত লাগাবেন না।
বাসে বসে কিছু খাওয়া থেকে বিরত থাকুন। খোলা হাতে অবশ্যই কোনো খাবার স্পর্শ করবেন না।
পাশের সিটে বসা আপনার সহযাত্রী মাস্ক ব্যবহার না করলে যথাসম্ভব মুখ ঘুরিয়ে রাখুন। অযথা কথা বলতে যাবেন না।
পুরো হাতা শার্ট পড়ুন। অফিসের জামার ওপর পিপিই বা ঢোলা কোনো অতিরিক্ত জামা পড়ে নিন। বাসা বা অফিসে গিয়েই সেটা খুলে ফেলুন।
বাস থেকে নেমেই সাবান, স্যানিটাইজার দিয়ে হাত ভালোমতো ধুয়ে নিন। সম্ভব হলে কাপড় বদলিয়ে পুরো শরীর ধুয়ে ফেলুন।