ঢাকা সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রচ্ছদ আরও ক্ষুধায় বিশ্বে প্রতিদিন মারা যাচ্ছে ২১ হাজার মানুষ

ক্ষুধায় বিশ্বে প্রতিদিন মারা যাচ্ছে ২১ হাজার মানুষ

বিশ্বজুড়ে সংঘাতের কারণে অনাহার রেকর্ড মাত্রায় পৌঁছেছে। দাতব্য সংস্থা অক্সফামের একটি নতুন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে যুদ্ধরত পক্ষগুলোর বিরুদ্ধে খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার এবং ত্রাণ সহায়তা অবরুদ্ধ করার অভিযোগ আনা হয়েছে।

বুধবার বিশ্ব খাদ্য দিবসে অক্সফাম প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সংঘাতে ক্ষতিগ্রস্ত দেশগুলোতে ক্ষুধায় প্রতিদিন সাত হাজার থেকে ২১ হাজার মানুষ মারা যাচ্ছে।

‘খাদ্য যুদ্ধ’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, ৫৪টি দেশে সংঘাতের পরিস্থিতি পর্যালোচনা করে দেখা গেছে বিশ্বে আজ প্রায় ১৮ কোটি ১৬ লাখ মানুষ তীব্র অনাহারের সম্মুখীন। সংঘাত এই দেশগুলোতে জোরপূর্বক বাস্তুচ্যুতির একটি প্রধান চালকও হয়েছে, যা এখন রেকর্ড ১১ কোটি ৭০ লাখে পৌঁছেছে।

অক্সফাম জোর দিয়ে বলেছে, সংঘাত শুধুমাত্র অনাহারের মাত্রাকে তীব্র করে না, বরং যুদ্ধরত পক্ষগুলো সক্রিয়ভাবে খাদ্য, পানি ও বিদ্যুতের অবকাঠামোকে লক্ষ্যবস্তু করে। একইসঙ্গে খাদ্য সহায়তাকে বাধা দিয়ে খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে সংঘাত।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত