ঢাকা বুধবার ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৪ই রজব, ১৪৪৬ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ করোনায় রাজবাড়ী বিএনপি নেতা অ্যাডভোকেট খালেকের মৃত্যু

করোনায় রাজবাড়ী বিএনপি নেতা অ্যাডভোকেট খালেকের মৃত্যু

মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট এম এ খালেক। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (২৯ আগস্ট) রাত ১০টা ৪০মিনিটে রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ সায়েন্স জেনারেল হাসপাতালের (বিআইএইচএসএইচ) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

জানা গেছে, গত ১৩ আগস্ট করোনার উপসর্গ নিয়ে রাজবাড়ী সদর হাসপাতালে নমুনা পরীক্ষা দেন অ্যাডভোকেট এম এ খালেক। ১৬ আগস্ট তার নমুনা পরীক্ষার রিপোর্টে পজিটিভ আসে। নমুনা দেয়ার দিন থেকেই হালকা কাশি ও জ্বর নিয়ে হোম আইসোলেশনে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। গত ১৮ আগস্ট রাতে তার শারীরিক অবস্থার অবনতি হয়। পরে ১৯ আগস্ট সকালে তাকে রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ সায়েন্স জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। পরে রাত ১০টার দিকে তাকে আইসিইউতে নেয়া হয়। আর ১০টা ৪০ মিনিটের দিকে মারা যান তিনি।

উল্লেখ্য, সাবেক এই বিএনপি নেতা এরশাদ বিরোধী আন্দোলনের অগ্রনায়ক ছিলেন।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত