মহামানি করোনাভাইরাসে (কোভিড-১৯) ভারতে মৃতের সংখ্যা বেড়ে ৪৮ হাজার ৪০ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও এক হাজার সাতজন এ ভাইরাসে মারা গেছেন। শুক্রবার (১৪ আগস্ট) সংবাদ সংস্থা এপি এ তথ্য জানিয়েছে।
এদিকে মৃতের সংখ্যায় বিশ্বে চতুর্থ অবস্থানে উঠে এসেছে ভারত।
জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে, যুক্তরাজ্যে মৃতের সংখ্যা বর্তমানে ৪৬ হাজার ৭৯১ জন।
এদিকে ভারতে গত ২৪ ঘণ্টায় আরও ৬৪ হাজার ৫৫৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
দেশটিতে করোনায় আক্রান্ত ৭০ শতাংশেরও বেশি সুস্থ হয়েছে।