ফাইল ফটো
কক্সবাজার সমুদ্র সৈকতে আরও একজনের মরদেহ ভেসে এসেছে। রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে শহরের নাজিরারটেক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এ নিয়ে গত শুক্রবার থেকে এখন পর্যন্ত ৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। লাইফগার্ড সদস্যদের সুপারভাইজার ওসমান গনি বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকালে খবর আসে সৈকতের নাজিরের টেক পয়েন্টে এক ব্যক্তির মরদেহ ভাসছে। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিক নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। স্থানীয়দের ধারণা, সাগরে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ কোনো জেলের মরদেহ হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপের প্রভাবে সাগর এখনো উত্তাল আছে। তাই দেশের সব সমুদ্রবন্দরসমূহে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।