বাঁ থেকে- মো. রকিবুজ্জামান, মুহাম্মদ ওসমান গনি, আবু তাহের দেওয়ান ও শুভ রঞ্জন চাকমা।
প্রশাসনিক দায়িত্বে অবহেলার কারণে কক্সবাজারের চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
রোববার (৮ সেপ্টেম্বর) জেলা পুলিশ সুপার রহমত উল্লাহর সই করা পৃথক আদেশে তাদের প্রত্যাহার করা হয়।
প্রত্যাহার হওয়া চার থানার ওসি হলেন- কক্সবাজার সদর থানার ওসি মো. রকিবুজ্জামান, টেকনাফ থানার ওসি মুহাম্মদ ওসমান গনি, রামু থানার ওসি আবু তাহের দেওয়ান ও ঈদগাঁও থানার ওসি শুভ রঞ্জন চাকমা।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে কক্সবাজারের পুলিশ সুপার জানিয়েছেন, প্রত্যাহারকৃত ওসিদের স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসাবে পুলিশ লাইনসে যুক্ত করা হয়েছে। পরে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
সম্প্রতি কক্সবাজারের পুলিশ সুপার (সাবেক) মো. মাহফুজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলামকে একসঙ্গে বদলি করা হয়। পরে নতুন পুলিশ সুপার হিসেবে মুহাম্মদ রহমত উল্লাহকে নিযুক্ত করা হয়।
রোববার তিনি পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। এদিন কক্সবাজার জেলার সকল থানার ওসিদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পরপরই চার থানার ওসিকে প্রত্যাহার করেন।