ফাইল ফটো
২০২৩ সালে শাহীন আল মামুন নামে এক ব্যক্তিকে অপহরণ করে ২ কোটি টাকা মুক্তিপণ দাবির অভিযোগে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) হারুন অর রশিদকে প্রধান আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা হয়েছে। হারুন অর রশিদ এর আগে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান ছিলেন।
মামলায় ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫-৭ জনকে আসামি করা হয়েছে। ভুক্তভোগী শাহীন আল মামুন নারায়ণগঞ্জ কোর্টে আবেদন করলে ২৮ সেপ্টেম্বর মামলাটি রুজু হয়।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার বাদী শাহীন আল মামুন সিদ্ধিরগঞ্জের ৪ নম্বর ওয়ার্ডের ওয়াপদা কলোনির মোহাম্মদ আলীর ছেলে।
এর আগে, দেশের বিভিন্ন জেলায় হারুনের নামে একাধিক অভিযোগে মামলা হয়েছে।