খুব সম্ভবত আদালতেই সুরাহা হচ্ছে মেসি-বার্সা বিবাদের। কয়েকদিন আগেই বার্সেলোনা ছাড়ার ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি। এই কারণে প্রাক মৌসুম মেডিক্যাল পরীক্ষায় অংশ নেননি তিনি। খেলোয়াড়দের জন্য বাধ্যতামূলক করা করোনা পরীক্ষাও দেননি আর্জেন্টাইন সুপারস্টার।
তবে মেসির বার্সা ছাড়ার ইচ্ছায় আপাতত বাধ সেধেছে লা লিগা কর্তৃপক্ষ। স্প্যানিশ ফুটবলের আয়োজন সংস্থাটি জানিয়েছে মেসি যদি বার্সেলোনা ছাড়তে চান তাহলে তাকে ৭০০ মিলিয়ন বা প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকা দিয়েই কিনতে হবে। রিলিজ ক্লজের অর্থ না পেলে আগামী মৌসুমেও বার্সেলোনাতেই থাকতে হবে মেসিকে।
মেসির রিলিজ ক্লজের আর্থিক পরিমাণটা এতো বেশি যে কোনো ক্লাবেরই হয়তো এখন তাকে কেনার সামর্থ্য নেই। তাই ফুটবল বিশেষজ্ঞরা মনে করছেন, আগামী বছরের আগ পর্যন্ত কাতালান ক্লাবটিতেই থাকতে হবে তাকে।
আরো পড়ুন:
মেসি কোন ক্লাবে যাচ্ছেন, জানালেন তার বাবা
মেসি-বার্সা সুখের সংসারে কুচ্ছিত বিচ্ছেদ
রোববার স্প্যানিশ লা লিগা কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, এই মৌসুমে মেসিকে কিনতে হলে রিলিজ ক্লজের টাকা পুরোটাই দিতে হবে।
আগামী ১২ সেপ্টেম্বর থেকে লা লিগা শুরু হওয়ার কথা। গত মৌসুমে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে লিগ শিরোপা হারিয়ে বসে বার্সেলোনা। এরপর চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৮-২ গোলে বিধ্বস্ত হন মেসিরা।
এরপরই বার্সেলোনা ছাড়তে উঠেপড়ে লেগে যান দলটির সর্বকালের সেরা ফুটবলারটি। তবে মেসি না চাইলেও বার্সা কতৃপক্ষ যেকোনোভাবে তাকে আটকানোর চেষ্টা করছে। দেখা যাক শেষ পর্যন্ত কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায়!