ঢাকা মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রচ্ছদ বিনোদন এই খ্যাকখ্যাকে হাসি শেখ হাসিনা, শেখ রেহানা, বেনজিরের: ফারুকী

এই খ্যাকখ্যাকে হাসি শেখ হাসিনা, শেখ রেহানা, বেনজিরের: ফারুকী

জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। নির্মাণ ক্যারিয়ারে বেশ কিছু দর্শকপ্রিয় নাটক-চলচ্চিত্র উপহার দিয়েছেন। পলিট্রিক্যাল গল্প নিয়ে নির্মাণ করেছেন ‘৪২০’-এর মতো দীর্ঘ ধারাবাহিক। কাজের বাইরেও সমসাময়িক নানা বিষয় নিয়েও কথা বলতে দেখা যায় তাকে। নিজের এসব ভাবনা প্রকাশের জন্য বেছে নেন সোশ্যাল মিডিয়া।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের শুরু থেকে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিলেন ফারুকী। গণঅভ্যত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পরও সেই ধারাবাহিকতা অব্যহত রেখেছেন। চলমান নানা ইস্যু নিয়ে নিয়মিত নিজের মতামত ও পরামর্শ দিচ্ছেন। কয়েক দিন আগে আওয়ামী লীগের প্রাক্তন মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদকে নিয়ে ডকুমেন্টারি প্রকাশ করে আল জাজিরা। তাতে জানা যায়, জাভেদের হাজার হাজার কোটি টাকা মানি লন্ডারিংয়ের তথ্য। এবার এ বিষয় নিয়ে কথা বললেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুকে দীর্ঘ একটি পোস্ট দিয়েছেন ফারুকী। ‘খ্যা খ্যা খ্যা খ্যা’ শিরোনামে এ লেখার শুরুতে এ নির্মাতা বলেন, ‘আওয়ামী মন্ত্রী জাভেদের হাজার হাজার কোটি টাকা মানি লন্ডারিং এবং লন্ডনে ৩৬০টা বাড়ি নিয়ে আল জাজিরার ভয়াবহ ডকুমেন্টারিটা দেখার পর অনেক কিছু মাথায় ঘুরেছে আমার। কিন্তু সব প্রশ্ন-ক্ষোভ ছাপিয়ে আমার কানে এখনো বাজছে জাভেদের সেই খ্যাকখ্যাকে হাসিটা। এই খ্যাকখ্যাকে হাসিটা হচ্ছে, বাংলাদেশের প্রতি তাদের উপহাস।’

জাভেদের খ্যাকখ্যাকে হাসিটা তার একার নয়। এটি শেখ হাসিনা, শেখ রেহানার উল্লেখ করে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘এই খ্যাকখ্যাকে হাসি জাভেদের একার না। এই খ্যাকখ্যাকে হাসি এস আলম গ্রুপের, শেখ হাসিনার, শেখ রেহানার, বেনজিরের, আজিজের, বেসিক বাচ্চুসহ হাজারে হাজার লুটেরার। এই হাসি, যারা গত ১৭ বছর দেশটাকে ফোকলা বানিয়েছে তাদের সবার। এই হাসি ওইসব অফিসারের যারা শত শত মানুষকে গুম করেছে, খুন করেছে। যারা বাবা হারিয়েছে, যারা সন্তান হারিয়েছে— এই খ্যাকখ্যাকে হাসি তাদের কানে বর্শার ফলার মতো বিঁধছে। এই খ্যাকখ্যাকে হাসি বিডিআর বিদ্রোহে নিহত অফিসারদের পরিবারের কানে বর্শার ফলার মতো বিঁধছে।’

প্রশ্ন ছুড়ে দিয়ে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘আপনাদের নিশ্চয়ই মনে আছে, কিছুদিন আগে তৃতীয় মাত্রায় ইন্টারভিউতে বিডিআর ঘটনা তদন্তের সমন্বয়ক ক্যাপ্টেন সুবায়েল বলেছিলেন, তাকে শেখ হাসিনা নির্দেশ দিয়েছিল তদন্ত রিপোর্ট পরিবর্তন করতে। পরিবর্তন না করাতে সেনাবাহিনীর সেই সারভিং অফিসারকে শেখ হাসিনা ৩৪০ দিন গুম করে রাখে। আপনি ভাবতে পারেন রাষ্ট্র কোন জায়গায় গিয়েছিল? এটাকে কি রাষ্ট্র বলা যেত? নাকি এটা কতিপয় মাফিয়ার লুটপাট, খুন, গুমের সিন্ডিকেটের মহোৎসব হয়ে উঠেছিল?’

আল জাজিরাকে ধন্যবাদ দিয়ে ‘টেলিভিশন’খ্যাত পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘আল জাজিরাকে ধন্যবাদ এরকম ডকুমেন্টারি করার জন্য। এই সরকার এবং এরপরে যে সরকার নির্বাচিত হয়ে আসবে দুই সরকারের প্রতি আমার আহ্বান থাকল, আপনারা এই ১৬ বছরের অপরাধের ফিরিস্তিগুলো তুলে ধরার ব্যবস্থা করেন অডিও-ভিজ্যুয়াল মাধ্যমে। ক্ষতিগ্রস্ত মানুষদের বেদনার গল্পগুলো তুলে ধরেন। আমি জানি এর সংখ্যা প্রচুর হবে, হাজার এপিসোড ফুরিয়ে যাবে তবু এই ফিরিস্তি শেষ হবে না। কিন্তু আমাদের কাজ পরবর্তী প্রজন্মের জন্য এই ডকুমেন্টেশনগুলা করে যাওয়া। এটা ফিকশন হতে পারে, ফিকশন এবং ডকুমেন্টারির মিশেল হতে পারে। এটা নানা হাইব্রিড ফরমেটে হতে পারে। এই কাজগুলো আমাদের করে যেতে হবে, যাতে ভবিষ্যতে কোনোদিন কোনো রাজনৈতিক দল, কোনো রাজনৈতিক নেতা, কোনোভাবে ফ্যাসিস্ট হয়ে ওঠার সাহস আর না করে।’

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত