ঢাকা মঙ্গলবার ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৩ই রজব, ১৪৪৬ হিজরি
প্রচ্ছদ অপরাধ ও অনধিকার ইরানের ওপর ইসরায়েলি হামলার প্রস্তুতির গোপন নথি ফাঁস

ইরানের ওপর ইসরায়েলি হামলার প্রস্তুতির গোপন নথি ফাঁস

ইরানের উপর সম্ভাব্য হামলার জন্য ইসরায়েলের প্রস্তুতির বিবরণ থাকা দুটি কথিত গোয়েন্দা নথি ফাঁস হয়েছে। শনিবার ইরানপন্থী টেলিগ্রাম অ্যাকাউন্ট থেকে এই নথি দুটি প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিঅস।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, পহেলা অক্টোবর ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর তেল আবিব তেহরানের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য কয়েক সপ্তাহের প্রস্তুতি শেষ করেছে। নথি দুটিতে এই প্রস্তুতির বিবরণ রয়েছে।

মার্কিন প্রতিরক্ষা বিভাগ (পেন্টাগন) এবং জাতীয় গোয়েন্দা পরিচালকের কার্যালয় ফাঁস হওয়া নথিগুলির বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে। তবে তাদের সত্যতা নিয়ে প্রশ্ন তোলেনি।

ইরানপন্থী টেলিগ্রাম চ্যানেল দাবি করেছে,  তারা মার্কিন গোয়েন্দা সংস্থার একটি সূত্র থেকে নথি পেয়েছে, যাতে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের হামলার প্রস্তুতির বিশদ বিবরণ রয়েছে। ফাঁস হওয়া নথিগুলোতে মার্কিন ন্যাশনাল জিওস্প্যাশিয়াল-ইন্টেলিজেন্স এজেন্সি (এনজিএ) থেকে একটি কথিত ভিজ্যুয়াল ইন্টেলিজেন্স প্রতিবেদন অন্তর্ভুক্ত ছিল।

প্রতিবেদনে ইসরায়েলি বিমান বাহিনীর বেশ কয়েকটি ঘাঁটিতে গৃহীত সাম্প্রতিক পদক্ষেপের রূপরেখা দেওয়া হয়েছে। এগুলোর মধ্যে উন্নত যুদ্ধাস্ত্র স্থানান্তরের বিষয়টিও রয়েছে। প্রতিবেদন অনুসারে ইরানের উপর হামলার জন্য এগুলো স্থানান্তর করা হয়েছিল।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, মার্কিন গোয়েন্দা তথ্য অনুসারে, ইসরায়েলি বিমান বাহিনী চলতি সপ্তাহে একটি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ অনুশীলন করেছে, যাতে গোয়েন্দা বিমান এবং যুদ্ধবিমান ছিল। এগুলো সম্ভবত ইরানের উপর সম্ভাব্য হামলার প্রস্তুতি নিচ্ছে।

প্রতিবেদনে ইরানে হামলার জন্য ইসরায়েলি ড্রোন ইউনিটের প্রস্তুতির কথাও তুলে ধরা হয়েছে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত