ঢাকা সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রচ্ছদ খেলাধুলা আমি আর দীর্ঘমেয়াদি কিছু ভাবছি না: রোনালদো

আমি আর দীর্ঘমেয়াদি কিছু ভাবছি না: রোনালদো

ক্রিস্টিয়ানো রোনালদোর সাফল্যের মুকুটে আরেকটি পালক যুক্ত হয়েছে। পর্তুগালের সুপারস্টার জিতেছেন গৌরবের প্ল্যাটিনিয়াম কুইনাস পুরস্কার। পর্তুগিজ ফুটবল ফেডারেশনের আয়োজনে কুইনাস দে অরো গালা অনুষ্ঠানে এ পুরস্কার জেতেন সিআর সেভেন। যা পর্তুগালে খেলোয়াড়দের জন্য দেওয়া সর্বোচ্চ পুরস্কারও বটে।
কিন্তু পুরস্কার প্রাপ্তির পর রোনালদো যা বলেছেন তা বেশ রহস‌্যের সৃষ্টি করেছে। পেশাদার ক্যারিয়ারে ৯০০ গোলের মাইলফলক পেরোনোর পর হাজার গোলের আকাঙ্ক্ষার কথা জানিয়েছিলেন রোনালদো। দারুণ ফর্মে থাকলেও এ লক্ষ্যে পৌঁছাতে কমপক্ষে দুই থেকে আড়াই বছর খেলা চালিয়ে যেতে হবে পর্তুগিজ তারকাকে। কিন্তু প্ল‌্যাটিনিয়াম কুইনাস পুরস্কার জেতার পর রোনালদো জানালেন, দীর্ঘমেয়াদি কোনো কিছু ভাবছেন না তিনি। তার ভাষ‌্য, ‘আমি এখন মুহূর্তগুলো নিয়েই বেঁচে আছি। আমি আর দীর্ঘমেয়াদি কিছু ভাবছি না।’

রোনালদো কী তাহলে নিজের ক‌্যারিয়ারের শেষ দেখে ফেলেছেন? এটাই এখন বিরাট প্রশ্নের। সাম্প্রতিক পারফরম‌্যান্স অবশ‌্য তাকে খুব আশা দেখাতে পারছে না। তাই তো এক হাজার গোলের কথা উঠতে-ই জোর গলায় কিছু বলতে পারলেন না সিআর সেভেন। রোনালদো যোগ করেন, ‘আমি বলেছি, এক হাজার গোল স্পর্শ করতে চাই। আমি ৯০০ গোল স্পর্শ করেছি। দেখা যাক আগামী কয়েক বছরে আমার পা কীভাবে প্রতিক্রিয়া জানায়।’
রোনালদোর এমন বক্তব‌্যের পর সামাজিক যোগাযোগ মাধ‌্যমে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। দুই বছর পর ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে। রোনালদো কি তাহলে পর্তুগালের জার্সিতে আরেকটি বিশ্বকাপ খেলবেন না? কিংবা ক্লাব ক‌্যারিয়ারের কী হবে?

রোনালদো অবশ্য অতশত ভাবছেন না তার কথাতেই পরিস্কার, ‘যদি আমি হাজার গোলে পৌঁছতে পারি সেটা ভালো। যদি না পারি তবে এরপরও আমিই ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা।’

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত