মহামারি নভেল করোনাভাইরাসের (কভিড-১৯) ভ্যাকসিন ট্রায়ালে অংশ নিয়ে দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশি প্রবাসী রাহাত আহমেদ রাফি।
ওই তরুণ বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেই এই তথ্য জানিয়েছেন।
ফেসবুকে দেয়া স্ট্যাটাসে তিনি দাবি করেন, প্রথম বাংলাদেশি হিসেবে তিনি তৃতীয় ধাপের পরীক্ষণের জন্য এই ভাইরাসের দ্বিতীয় ডোজটি গ্রহণ করেছেন। শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টা ৫০ মিনিটে তার শরীরে এটা প্রয়োগ করা হয় বলে তিনি উল্লেখ করেছেন। তিনি এখন সুস্থ জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন।
তিনি জানান, ভ্যাকসিন ট্রায়ালে স্বেচ্ছায় অংশ নিয়েছেন সিলেটের এই তরুণ। রাফি এর আগে গত ২৪ জুলাই সকাল ১১টা ৫৯ মিনিটে তার শরীরে এই ভ্যাকসিনের প্রথম ডোজটি নেন। এরপর ২১ দিন পর দ্বিতীয় ডোজ গ্রহণ করলেন তিনি।
চীনা কোম্পানি সিনোফার্মের সঙ্গে যৌথভাবে আবুধাবির স্বাস্থ্য অধিদপ্তর-সেহা এবং গ্রুপ-৪২ নামের একটি কোম্পানি এই পরীক্ষা শুরু করে। এর আগে চীনে এই টিকার প্রথম আর দ্বিতীয় দফার পরীক্ষা হয়। দুইশ’র বেশি দেশের নাগরিক থাকায় তৃতীয় দফার পরীক্ষার জন্য আবুধাবিকে বেছে নেয়ার কথা জানান গবেষকরা। তৃতীয় দফায় সফল হলে সেই টিকার অনুমোদন দেয়া হয়ে থাকে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।