ঢাকা সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রচ্ছদ সর্বশেষ আমস্টারডামে ইসরায়েলি ফুটবল সমর্থকদের উদ্ধারে বিমান পাঠাচ্ছেন নেতানিয়াহু

আমস্টারডামে ইসরায়েলি ফুটবল সমর্থকদের উদ্ধারে বিমান পাঠাচ্ছেন নেতানিয়াহু

নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে সংঘর্ষে আটকে পড়া ইসরায়েলি ফুটবল সমর্থকদের উদ্ধারের জন্য দুটি বিমান পাঠিয়েছে ইসরায়েল। শুক্রবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বিমান দুটি পাঠানোর নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার ইউরোপা লিগে ম্যাকাবি তেল আবিব ক্লাব এবং অ্যাজাক্স আমস্টারডামের মধ্যে খেলা ছিল। খেলা শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে শত শত ম্যাকাবি ভক্ত কেন্দ্রীয় ড্যাম স্কোয়ারে জড়ো হয়েছিল এবং অবৈধভাবে আতশবাজি পোড়ায়। এসময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।

এদিকে, আমস্টারডামের মেয়র ফেমকে হালসেমা ইসরায়েলের ফুটবল ক্লাবের সমর্থকদের সঙ্গে সংঘর্ষের আশঙ্কা ফিলিস্তিনিপন্থি বিক্ষোভের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। খেলায় ম্যাকাবি তেল আবিব ক্লাবের বিরুদ্ধে  ৫-০ গোলে অ্যাজাক্স আমস্টারডাম জয় পায়। খেলা শেষে
ইসরায়েলি সমর্থকরা আমস্টারডামে ফিলিস্তিনি পতাকা ছিড়ে ফেলে। বিষয়টি নিয়ে ফিলিস্তিনপন্থি এবং ম্যাকাবি তেল আবিব সমর্থকদের মধ্যে সহিংসতা ছড়িয়ে পড়ে।

পুলিশ জানিয়েছে যে জনশৃঙ্খলা বিঘ্নিত করা এবং আতশবাজি পোড়ানোর জন্য ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কান নিউজ জানিয়েছে, নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ও সামরিক বাহিনীর সঙ্গে ‘পরিস্থিতি মূল্যায়ন’ করার পর নেতানিয়াহু ইসরায়েলি সমর্থকদের উদ্ধারে দুটি কার্গো বিমান পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ‘প্রধানমন্ত্রী দাবি করেছেন যে ডাচ সরকার ও ডাচ নিরাপত্তা বাহিনী দাঙ্গাবাজদের বিরুদ্ধে সিদ্ধান্তমূলক ও দ্রুত কাজ করবে এবং আমাদের নাগরিকদের শান্তি নিশ্চিত করবে।’

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত