নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের ধোন্দা গ্রামে চিত্রা নদীর তীরে ভাঙন দেখা দিয়েছে। গত তিন দিনের ভাঙনে বিলীন হয়েছে কয়েকটি বসতঘর ও নদীতীরের গাছপালা। হুমকিতে পড়েছে নড়াইল-মাগুরা সড়ক।
রোববার (২২ সেপ্টেম্বর) সরেজমিনে দেখা গেছে, টানা বর্ষণ ও তীব্র স্রোতে চিত্রা নদীতে ভাঙন অব্যাহত রয়েছে। ভাঙন রোধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।
ভাঙনকবলিত ধোন্দা গ্রামের ইমরান শেখ বলেন, নদীভাঙন থেকে রক্ষায় দীর্ঘদিন ধরে আবেদন করে আসছি। তবে এখন পর্যন্ত কোনো কাজ হয়নি। যেকোনো সময় বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে।
শাহবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান বলেন, এর আগে কখনো চিত্রায় এমন ভাঙন দেখা যায়নি। এভাবে চলতে থাকলে ধোন্দা গ্রাম অস্তিত্ব সংকটে পড়বে।
নড়াইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল কুমার সেন বলেন, চিত্রা নদীর ভাঙন রোধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের জন্য প্রকল্প প্রস্তুত করে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। আশা করছি দ্রুতই কাজ শুরু করা যাবে।