অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের বিচ্ছেদ গুঞ্জনের নেপথ্য কারণ হিসেবে উঠে এসেছিল শাশুড়ি-ননদের সঙ্গে তিক্ততার খবর। এবার এই ইস্যুকে পেছনে ফেলে এগিয়ে আছে অভিষেকের পরকীয়ার গুঞ্জন। নিমরত কৌরের সঙ্গে নাম জড়িয়েছে তার। এ নিয়ে টু-শব্দটি করেননি অভিষেক। ঐশ্বরিয়াও রা করছেন না। তবে এর আগে বিচ্ছেদ নিয়ে কথা বলেছিলেন রাই সুন্দরী।
বিয়ের দুই বছর পরের ঘটনা। ২০০৯ সালে আমেরিকায় অপেরা ওয়াইনফ্রের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিষেক-ঐশ্বরিয়া। সেখানে নিজেদের জাঁকজমকপূর্ণ বিয়ের বর্ণনা দিলে চক্ষু চড়ক গাছ হয় ওয়াইনফ্রের।
প্রশ্ন করেন, “এত জাঁকজমক করে বিয়ে করার পরে বিবাহবিচ্ছেদ হলে তা নিশ্চয়ই দম্পতিদের জন্য খুব কঠিন হয়ে ওঠে?” এই প্রশ্নের উত্তর দিয়েছিলেন ঐশ্বরিয়া। তিনি বলেছিলেন, “আমরা এই ধরনের ভাবনা মাথায় আসতেই দিই না।”
২০০৭ সালে বচ্চন পরিবারের বউ হন ঐশ্বরিয়া। প্রথম দিন থেকেই স্বামী অভিষেকের পদবি জুড়েছেন নিজের নামের সঙ্গে। হয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। দেড় দশক কেটে গেছে তাদের দাম্পত্যের।