ফাইল ফটো
বগুড়ার গাবতলীতে চাচাতো ভাইয়ের হাতে মোবাশ্বের হোসেন (১২) নামে এক মাদ্রাসাছাত্র খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত নাবিল আহমেদ (১৮) কে আটক করেছে পুলিশ।
সোমবার (২১ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার নাড়ুয়ামালা গ্রামে এ ঘটনা ঘটে। মোবাশ্বের হোসেন নাড়ুয়ামালা গ্রামের শফিকুল ইসলামের ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
নাড়ুয়ামালা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলজার হোসেন বলেন, সম্প্রতি মোবাশ্বের হোসেনের হার্টে অপারেশন হয়। এরপর থেকে সে বাড়িতেই ছিল। সোমবার চাচাতো ভাই নাবিল আহমেদের ফোন নিয়ে খেলা করছিল মোবাশ্বের। এ সময় ‘অনুমতি না
গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল বলেন, হত্যাকাণ্ডের বিষয়ে নাবিলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় মামলা হয়নি।