ঢাকা সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রচ্ছদ অর্থনীতি ৮৯৮ কোটি টাকা ব্যয়ে ভারত ও মিয়ানমার থেকে চাল কিনবে সরকার

৮৯৮ কোটি টাকা ব্যয়ে ভারত ও মিয়ানমার থেকে চাল কিনবে সরকার

দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে মিয়ানমার থেকে এক লাখ মেট্রিক টন আতপ চাল এবং ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন নন-বাসমতি চাল আমদানি করবে খাদ্য মন্ত্রণালয়। এতে মোট ব্যয় হবে ৮৯৮ কোটি ৬২ লাখ টাকা। এ সংক্রান্ত ২টি ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি।

বুধবার (৪ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিটির সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা সূত্রে জানা গেছে, মিয়ানমার থেকে জি টু জি পর্যায়ে ১ লাখ মেট্রিক টন আতপ চাল আমদানির প্রস্তাবের অনুমোদন দিয়েছে কমিটি। মিয়ানমার রাইচ ফেডারেশন এই চাল সরবরাহ করবে। প্রতি মেট্রিক টন চালের দাম ৫১৫ মার্কিন ডলার হিসাবে এই চাল আমদানিতে ব্যয় হবে ৬১৮ কোটি টাকা।

সভায় অপর এক প্রস্তাবে ২০২৪-২৫ অর্থবছরে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্যাকেজ-০৩ এর আওতায় ৫০ হাজার মেট্রিক টন নন বাসমতি সিদ্ধ চাল ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। দরপত্রে সর্বনিম্ন দরদাতা ভারতের মেসার্স মণ্ডল স্টোন প্রডাক্ট প্রাইভেট লিমিটেড এই চাল সরবরাহ করবে। প্রতি মেট্রিক টন চালের দাম ৪৬৭.৭০ ডলার হিসেবে এই চাল আমদানিতে ব্যয় হবে ২৮০ কোটি ৬২ লাখ টাকা।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত