ঢাকা সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রচ্ছদ বিনোদন শুটিংয়ে জ্ঞান হারিয়েও ‘চক্র’ থেকে বেরুতে পারছেন না ফারিণ

শুটিংয়ে জ্ঞান হারিয়েও ‘চক্র’ থেকে বেরুতে পারছেন না ফারিণ

তাসনিয়া ফারিণের ‘চক্র’ ওয়েব ফিল্ম সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। এখানে কাজ করতে গিয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলেন এই অভিনেত্রী। এবার ‘চক্র-২’ এ অভিনয় করার কথা জানালেন তিনি।

১৭ বছর আগে ময়মনসিংহ পৌরসভার কাশর এলাকার ইটখলায় রেললাইনে একটি পরিবারের ৯ সদস্য ‘আত্মহত্যা’ করে। আলোচিত সেই ঘটনা ‘চক্র’ সিনেমার চিত্রনাট্যে তুলে এনেছেন পরিচালক ভিকি জাহেদ।

শুটিং সেটে অজ্ঞান হওয়ার ঘটনা বর্ণনা করে ফারিণ গণমাধ্যমে বলেছেন: ‘শুটিং চলাকালীন আমি একবার কারণ ছাড়াই অজ্ঞান হয়ে যাই। এরপর আমাদের নির্মাতার পা ভেঙে যায়। তারপর শুটিং চলাকালীন আমি প্রতিনিয়ত দুঃস্বপ্ন দেখতে থাকি। তারপর আমাদের শুটিং ইউনিটের অনেকেই কারণ ছাড়াই আমাদের সেট থেকে চলে যাচ্ছিলেন, যার ব্যাখ্যা আসলে আমরা এখনো পাইনি।’

‘চক্র’ সিরিজটির প্রধান দুই চরিত্রে আছেন তাসনিয়া ফারিণ ও তৌসিফ মাহবুব। এতে আরো অভিনয় করেছেন শাহেদ আলী, মারশিয়া শাওন, একে আজাদ সেতু, মাসুদুল মাহমুদ রোহান প্রমুখ।

গত বৃহস্পতিবার রাতে ‘চক্র’ টিম একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। সেখানেই ‘চক্র-২’ নির্মাণের ঘোষণা দেন সংশ্লিষ্টরা। নির্মাতা ভিকি বলেন, ‘পরিকল্পনা রয়েছে ২০২৫ সালের মার্চ-এপ্রিল নাগাদ এটি মুক্তি দেওয়ার। সাত পর্বের সিরিজ হবে। প্রথম সিজন ২০ পর্ব হলেও সম্পূর্ণ গল্প দেখানো যায়নি। কারণ, প্লট অনেক বিস্তৃত। পরের গল্পটি আমার মাথায় রয়েছে। এখন ‍শুধু নির্মাণের অপেক্ষা।’

ভিকি মনে করেন, যে কোনো সৃষ্টিশীল ব্যক্তির কাজের নেপথ্যে তার ব্যক্তিগত অভিজ্ঞতা অনেক ভূমিকা রাখে। তার ভাষ্যে, ‘চক্র’ বানাতে গিয়ে যে ভয়াবহ ঘটনার মুখোমুখি হয়েছি, সেগুলো আমাকে প্রভাবিত করেছে। সেসবের কিছু ছাপ ‘চক্র-২’-এ অবশ্যই থাকবে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত