ঢাকা সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রচ্ছদ ধর্ম বিশ্ব ইজ‌তেমা: সি‌রিয়াসহ ক‌য়েক‌টি দে‌শের জন‌্য ভিসা কড়াক‌ড়ি

বিশ্ব ইজ‌তেমা: সি‌রিয়াসহ ক‌য়েক‌টি দে‌শের জন‌্য ভিসা কড়াক‌ড়ি

টঙ্গীর তুরাগ নদীর তীরে হবে দুই পর্বের বিশ্ব ইজতেমা

বিশ্ব ইজ‌তেমায় যে কো‌নো অপ্রত‌্যা‌শিত প‌রি‌স্থি‌তি এড়া‌তে এবার সি‌রিয়া, মিয়ানমারসহ বেশ ক‌য়েক‌টি দে‌শের মুস‌ল্লি‌দের জন‌্য ভিসা কড়াক‌ড়ির সিদ্ধান্ত নি‌য়ে‌ছে সরেকার।

বি‌শেষ ক‌রে বি‌শ্বের যেসব দেশে উগ্র ধর্মীয় গোষ্ঠী ধ্বংসাত্মক কর্মকাণ্ডে লিপ্ত, ওই সব দেশের অতিথি‌দের আসার ব্যাপারে নিরুৎসাহিত করা হয়েছে; যা তাবলিগ জামাতকে জানিয়ে দেওয়া হয়েছে।

সম্প্রতি বিশ্ব ইজতেমা আয়োজন নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে এক সভায় এমন সিদ্ধান্ত হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, যেকো‌নো পরিস্থিতি এড়াতে ‌সি‌রিয়াসহ কয়েকটি দেশের আবেদনকারীদের জমা দেওয়া নথিপত্র যাচাইয়ের পর ভিসা দিতেও নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বিদেশি অতিথিদের ভিসা দেওয়ার আগে শুরায়ে নিজাম বা তাবলিগ জামাত বাংলাদেশের আমন্ত্রণপত্র এবং সংশ্লিষ্ট দেশের মারকাজের সুপারিশ যাচাই করে করা করা হবে। তথ্য-উপাত্ত সঠিক পাওয়া গেলেই কেবল ভিসা দেওয়া হবে।

টিআই ভিসা নিয়ে মিয়ানমারের নাগরিকরা ইজতেমায় আসতে পারবে। তবে এ বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার বিষয়ে সভায় সিদ্ধান্ত হয়েছে।

গত ৪ নভেম্বর স্বরাষ্ট্র উপ‌দেষ্টার সভাপ‌তি‌ত্বে অনু‌ষ্ঠিত সভায় সিদ্ধান্ত হয়, বিদেশি মেহমানদের তালিকা, নাম, পাসপোর্ট নম্বর, জাতীয়তা, জন্মতারিখ, পাসপোর্ট ইস্যুর তারিখ এবং মেয়াদোত্তীর্ণের তারিখসহ সব তথ্য আগামী ২০ ডিসেম্বরের আগে শুরায়ে নিজাম বা তাবলিগ জামাত বাংলাদেশ কর্তৃক এসবিকে সরবরাহ করতে হবে।

আরও সিদ্ধান্ত হয়, যেসব দেশের উগ্রধর্মীয় গোষ্ঠী ধ্বংসাত্মক কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে, ওইসব দেশের মেহমানদের বাংলাদেশে আসার ব্যাপারে তাবলিগ জামাত শুরার মাধ্যমে নিরুৎসাহিত করার ব্যবস্থা নিতে হবে। ভিসা অন-অ্যারাইভাল দেওয়ার ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।

গত ৩ ডিসেম্বর ইজতেমায় বিদেশি অতিথিদের ভিসা দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন শর্তের কথা উল্লেখ করে বিদেশে বাংলাদেশের সব মিশনে চিঠি পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ।

বিশ্ব ইজতেমায় আসা বিদেশি মেহমানদের অনুকূলে সাধারণভাবে ৩০ দিন পর্যন্ত ভিসা দেওয়া হয়। তবে বিশেষ ক্ষেত্রে তাবলিগ জামাতের সুপারিশের ভিত্তিতে এক চিল্লার জন্য ৫০ দিন এবং তিন চিল্লার জন্য ১৩০ দিন ভিসা দেওয়ার বিষয়টি বিবেচনায় থাকে।

বিশ্ব ইজতেমা প্রথম পর্বে আগামী ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত তাবলিগ জামাতের মাওলানা মোহাম্মদ জুবায়েরের অনুসারীরা (শুরায়ী নেজাম) আয়োজন করবেন।

আগামী ৭ থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব তাবলিগ জামাতের মাওলানা সাদের অনুসারীরা আয়োজন করবেন।

টঙ্গীর তুরাগ নদীর তীরেই হবে দুই পর্বের বিশ্ব ইজতেমা।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত