ডা. শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীরা মিথ্যার প্রতিযোগিতা করেছে। তারা মানুষ খুন, গুম, হত্যা করেছে। তারা আয়না ঘর তৈরি করেছিল। তারা দাম্ভিকতা দেখিয়েছে।’
শুক্রবার (৮ নভেম্বর) সকাল ১১টায় নীলফামারী বড় মাঠে নীলফামারী জেলা জামায়েতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘শেখ হাসিনা বলেছিলেন, ক্ষমতা চলে গেলেও দেশ থেকে পালাবেন না। ক্ষমতা যেতেই তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন। বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতের প্রতি আহ্বান জানাচ্ছি।’
তিনি বলেন, ‘২০০৯ সালে ক্ষমতায় এসেই ফ্যাসিস্ট হাসিনা সরকার ঝাল মিটিয়েছিল দেশ প্রেমিক সেনাবাহিনীর ওপর। পিলখানার দরবার হলে ৫৭ জন সেনা সদস্যকে হত্যা করেছে। রাতের অন্ধকারে খুনিদের পালিয়ে যেতে সাহায্য করেছিল হাসিনার সরকার।’
নীলফামারী জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবুল হাসনাত মো. আবদুল হালিম।
সম্মেলনে অন্যদের মধ্যে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, সাবেক জেলা আমির মুহাম্মদ আব্দুর রশিদ ও জেলা সেক্রেটারি আন্তাজুল ইসলাম, নায়েবে আমির অধ্যাপক খায়রুল ইসলাম বক্তব্য রাখেন।